WestBengalBangla

Apr 08 2024, 08:27

*Sports News*

*ISL* *Khabar kolkata* : East Bengal FC beat Bangalore FC 2-1 in the ISL match at the Vivekananda Yuva Bharati Stadium in Kolkata yesterday. *Photo: Sanjay Hazra (Khabar Kolkata).*

WestBengalBangla

Apr 07 2024, 18:47

*১০ বছরে ট্রেলার হয়েছে, আরো বাকি আছে: প্রধানমন্ত্রী*
এসবি নিউজ ব্যুরো:জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার ধূপগুড়িতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ৩টে নাগাদ বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। মাঝেমধ্যে বাংলায় বলেন প্রধানমন্ত্রী, যা উপস্থিত কর্মী সমর্থকদের উৎসাহিত করে।

৩০ মিনিটেরও কম সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, জলপাইগুড়িতে রেকর্ড ভোটে জিতবে বিজেপি।তিনি বলেন, "গত ১০ বছরে কেন্দ্র সরকারের জন্য জন্য ২৫ কোটি দেশবাসী গরীব থেকে মুক্তি পেয়েছে। প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হয়েছেন।

আদিবাসী মন্ত্রাণালয়ের বাজেট বেড়েছে ১০ বছরে যা হয়েছে তা ট্রেলর হয়েছে। আরো এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।"তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, আমি তো টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের একাউন্টে দিতে চাই। কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের কাছে টাকা চায়।বাড়ি বাড়ি গ্যাস দিতে চাই, কিন্তু তৃণমূল চায়না।আয়ুস্মান ভারত রাজ্যে লাগু করতে দিতে চায়না । এখানকার চা বাগানের পরিস্থিতি খুব খারাপ,অথচ তৃণমূল কংগ্রেসের নেতারা বড়ো বড়ো বাংলোতে থাকে। বেশ কিছু বাগান চা বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্রের সুবিধা পেলে তৃণমূল আক্রমণ করে।

তাছাড়া  তৃণমূল আইন ও সংবিধান না মানার দল।সন্দেশখালির ঘটনা গোটা দেশ জানে। এখানে প্রত্যেকটি ঘটনায় কোর্ট কাচারী হয়। তৃণমূলের সিন্ডিকেট রাজ, অত্যাচার মানুষ সহ্য করে। এছাড়াও এদিন তিনি রেশন ও শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তোলেন। দুর্নীতিতে জড়িতদের শাস্তির প্রয়োজন বলেও বলেন। ইডি যে ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। যাদের টাকা গিয়েছে তাদের টাকা ফিরিয়ে দেবেন বলেও তিনি জানান।তিনি আরো বলেন, "আমি বলি ভ্রষ্ট্রাচার মিটাও, ওরা বলে ভ্রষ্ট্রাচার বাঁচাও। আগামী ৪ ঠা জুনের পর ভ্রষ্ট্রাচারদের বিরুদ্ধে কারবাই বাড়বে বলেও তিনি বলেন।এক এক পোলিং বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে।এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা।শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পাকিস্তানের কাছে কংগ্রেস সারেন্ডার করত। কাশ্মীর থেকে ৩৭০ নং তুলে দিয়েছি বলে কংগ্রেস কান্না করছে বলেও তিনি দাবি করেন।

WestBengalBangla

Apr 07 2024, 18:45

आज दोपहर बीजपुर केंद्र के कांचरापाड़ा में बीजेपी प्रत्याशियों ने रंगारंग जुलूस में हिस्सा लिया
Khabar कोलकाता: बीजेपी ने आज कांचरापाड़ा में रंगारंग रैली का आयोजन किया. उस रैली में बैरकपुर लोकसभा क्षेत्र से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह ने हिस्सा लिया. रैली के बाद अर्जुन सिंह ने कहा, "तृणमूल बैरकपुर को गर्म कर रही है। उनके उम्मीदवार पार्थ भौमिक कहीं फ्लैक्स दे रहे हैं, कहीं बीजेपी कार्यकर्ताओं की पिटाई कर रहे हैं। हिम्मत है तो कृपया दिनदहाड़े इसे फाड़ दें।

आप तृणमूल कार्यकर्ताओं और पुलिस को भेजकर गंदगी क्यों बढ़ाने की कोशिश कर रहे हैं? झगड़ों का अंत अच्छा नहीं होता. आप जो आज करेंगे वही कल करेंगे, एक न एक दिन प्रतिक्रिया तो होगी ही। लेकिन फिर मुझे कोई नहीं बता सकता. पुलिस केस नहीं लेना चाहती. मैंने चुनाव आयुक्त को सूचित कर दिया है।” फोटो: प्रवीर रॉय    "

WestBengalBangla

Apr 07 2024, 12:14

হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি উপর তৃণমূল কর্মীদের  হামলার অভিযোগ
এসবি নিউজ ব্যুরো: হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি উপর তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ উঠল। লকেট চ্যাটার্জি বলেন, "তৃণমূলের গুণ্ডারা আমাকে মারধর করেছে। আমার গাড়িতে হামলা হয়েছে।গড়ীর ভেতরে বসার চেষ্টা করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় না। এখানে প্রার্থীদের নিরাপত্তার বড় অভাব। টিএমসি ভোটারদের ভয় দেখাচ্ছে"।

তিনি আরও বলেন, বাংলায় তৃণমূল গুন্ডাদের দৌরাত্ম্য ক্রমাগত বাড়ছে। এই দুঃসাহসিকতা হুগলিতে তৃণমূলের মাফিয়াদের দখলকে উন্মোচিত করে। পুরো ঘটনার বর্ণনা দিয়ে লকেট চ্যাটার্জি বলেন, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৯টায় নির্বাচনী প্রচার শেষ করে আদিশক্তি গ্রাম হয়ে বাঁসুরিয়ার দিকে রওনা দেই।অবস্থান করছিল. সেখানে কালীতলা নামক জায়গা থেকে আমন্ত্রণ পেয়েছিলাম।

লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও পূজা-অর্চনা করে আমি যখন সেখান থেকে বের হচ্ছি, তখন আমাকে দেখে কয়েকজন কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকে। তা দেখে নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভিডিও করা শুরু করলাম। এসময় এক ব্যক্তি আমাকে দুইবার ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে বসার চেষ্টা করেন। আমার ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এ সময় আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বা স্থানীয় লোকজনও বিষয়টি জানতে পারেনি।


বিজেপি প্রার্থীর অভিযোগ ঘটনার সময় সেখানে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জিত সর্দার এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লকেট চ্যাটার্জি হুগলির বিদায়ী সাংসদ। বিজেপি আবার তাকে এখান থেকে টিকিট দিয়েছে। ২০১৯ সালের নির্বাচনে, তিনি টিএমসি-র ডাঃ রত্না দে-কে পরাজিত করেছিলেন।

WestBengalBangla

Apr 07 2024, 12:12

আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে মেগা রোড শো প্রধানমন্ত্রীর

*এসবি নিউজ ব্যুরো*: প্রধানমন্ত্রী মোদি আজ মধ্যপ্রদেশে নির্বাচনী মেগা রোড শো করবেন।লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক রাজ্যে নির্বাচনী সভা ও রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই ধারাবাহিকতায় আজ মধ্যপ্রদেশে নির্বাচনী বিউগল উড়িয়ে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। সংস্কৃতিধনী জব্বলপুরে বড় রোড শো করবেন প্রধানমন্ত্রী। এই রোড শোকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে ব্যাপক আয়োজন করা হয়েছে।

জব্বলপুর থেকে বিজেপি প্রার্থী আশিস দুবের সমর্থনে প্রধানমন্ত্রী মোদী এই রোড শো করবেন। এক ঘণ্টার এই রোড শো'তে ২০ জন আইপিএস অফিসার এবং ৩০০০ হাজার সেনা নিরাপত্তার দায়িত্ব নেবেন। আচরণবিধি কার্যকর হওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রদেশে তার প্রথম নির্বাচনী সফর করছেন। আজকের রোড শো নিয়ে সাংসদ মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় জানালেন,জব্বলপুরে হতে যাওয়া রোড শো এমপির মাইলফলক গড়বে। আমরা লোকসভা নির্বাচনে ৪০০ আসন থেকে অতিক্রম করার দিকে এগোচ্ছি। প্রধানমন্ত্রী মোদির রোড শো সর্দার ভগত সিং চক থেকে শুরু হবে সন্ধ্যা ৬টায়। ১.২ কিলোমিটার দীর্ঘ এই রোড শোটি ন্যারোগেজ গেটে গিয়ে শেষ হবে।

রোড শো উপলক্ষ্যে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।সড়কে প্রতি পাঁচ মিটার অন্তর এলইডি বাল্ব বসানো হয়েছে। এছাড়া যে রুট দিয়ে রোড শো কনভয় যাবে সেটিকে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর রোড শো নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

উল্লেখ্য, জব্বলপুর লোকসভা আসন থেকে আশিস দুবেকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। আশিস দুবে  ১৯৯০ সাল থেকে সক্রিয়ভাবে বিজেপির সাথে যুক্ত। তিনি জেলা মন্ত্রী ও যুব মোর্চার জেলা সভাপতি। তিনি বিজেপির রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য এবং প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। ২০২১ সালে তাকে প্রতিমন্ত্রী করা হয়।

WestBengalBangla

Apr 07 2024, 11:45

*ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, মোসাদের সতর্কতা, ফাইটার স্কোয়াড এবং বিমান বাহিনীর সতর্কতার পর, সারা দেশে জিপিএস ব্লক*


এসবি নিউজ ব্যুরো: দামেস্কে ইরানি দূতাবাসে হামলার পর ইরান ক্ষোভে ফুঁসছে। এবার ইরান তার কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া। ইরানের প্রেসিডেন্টের মনোভাব দেখে মনে হচ্ছে ইরান যে কোন সময় ইসরায়েলে উপর হামলা চালাতে পারে।মোসাদ তার এক সতর্ক বার্তায় জানিয়েছে যে, ইরান শীঘ্রই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরাইল আক্রমণ করতে পারে।

ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলে জিপিএস ব্লক করা হয়েছে। সোমবার সিরিয়ায় তাদের কনস্যুলেটে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানি দূতাবাসে হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরানের রয়েছে। এতে রেভল্যুশনারি গার্ডের সিনিয়র জেনারেলসহ ১৩ জন নিহত হন।

তবে এই হামলার বিষয়ে ইসরাইল কোনো প্রতিক্রিয়া জানায়নি। Axios রিপোর্টিং অনুসারে, ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে যে ইরান "দীর্ঘ সময় কাটাবে""রেঞ্জেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল বা ড্রোন" ব্যবহার করে দেশটির ভূখণ্ড থেকে আক্রমণ করতে পারে৷ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের মধ্যে ফোনালাপের সময় কথিত হুমকিটি নিয়ে আলোচনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে৷ বিস্তারিতভাবে স্থান। উভয় পক্ষই ইরানের সম্ভাব্য প্রতিশোধের জন্য কীভাবে সর্বোত্তম প্রস্তুতি নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। ।

লেবাননের খবর আউটলেট আল-মায়াদিনের মতে, হামলার প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানকে তাদের সম্পত্তি লক্ষ্য না করার জন্য আবেদন করেছে। আমরা আপনাকে বলি যে এলাকায় অনেক আমেরিকান ঘাঁটি এবং অন্যান্য সম্পদ রয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলের নিঃশর্ত সমর্থনের কারণে আমেরিকা আশঙ্কা করছে যে হামলার জবাবে ইরান তাদের ঘাঁটি লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের প্রেসিডেন্সি অফিসের সঙ্গে যুক্ত মোহাম্মদ জামশিদি প্রকাশ করেছেন যে তেহরান আমেরিকাকে ইসরায়েলের বিরুদ্ধে সতর্ক করেছে।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ফাঁদে পা না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা যদি এভাবে চলতে থাকে তাহলে ওয়াশিংটনকে মূল্য দিতে হতে পারে।

WestBengalBangla

Apr 07 2024, 11:41

মদ কেলেঙ্কারিতে ধৃত মণীশ সিসোদিয়ার জেল হেফাজত 18 এপ্রিল পর্যন্ত বাড়ানো হল
এসবি নিউজ ব্যুরো: মদ কেলেঙ্কারিতে মণীশ সিসোদিয়ার হেফাজত 18 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিন আদালত তার জামিন মঞ্জুর করে নি। দিল্লির মদ কেলেঙ্কারির মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের সিদ্ধান্ত অনুসারে 18 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন। শনিবার সিসোদিয়াকে আদালতে পেশ করা হয়, যেখানে তার জামিনের আবেদনের শুনানি হয়। এই এক্সটেনশনটি শেষবার 2 এপ্রিল কার্যকর হয়েছিল।


শুনানির পর এই ঘটনা ঘটে, যেখানে আদালত ৬ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল। তার মুক্তির প্রত্যাশায়, সিসোদিয়া তার নির্বাচনী এলাকা পাটপারগঞ্জে চিঠি দিয়েছিলেন, তার দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। মদ নীতির মামলায় তিনি 26 ফেব্রুয়ারি 2023 সাল থেকে তিহার জেলে বন্দী রয়েছেন। মামলার আরেক অভিযুক্ত আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, যিনি সম্প্রতি জামিন পেয়েছেন, তিনিও তাঁর আদালতে হাজির হন।হাজিরা দিতে আদালতে উপস্থিত ছিলেন।

সিসোদিয়া এবং সিং উভয়ই দিল্লির আবগারি নীতি সংশোধনীতে অনিয়মের বিষয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) থেকে অভিযোগের মুখোমুখি হচ্ছেন, যার ফলে লাইসেন্সধারীদের অযাচিত সুবিধা এবং অনুমোদন ছাড়াই অনুপযুক্ত লাইসেন্স বাড়ানোর অভিযোগ রয়েছে। সিসোদিয়াকে 2023 সালের 26 ফেব্রুয়ারি সিবিআই গ্রেপ্তার করে এবং পরবর্তী 9 তারিখেমানি লন্ডারিং মামলায় 2023 সালের মার্চ মাসে ইডি দ্বারা গ্রেপ্তার হওয়ার কারণে তাকে 28 ফেব্রুয়ারি, 2023-এ দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। তার নির্বাচনী এলাকায়, সিসোদিয়া তার কারাবাস এবং অন্যায়ের ঐতিহাসিক উদাহরণগুলির মধ্যে সমান্তরাল টেনে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন।

তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে শিক্ষা বিপ্লবের প্রশংসা করেন এবংপাঞ্জাবেও অনুরূপ অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষা বিপ্লবের সাথে একাত্মতা এবং তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিসোদিয়া তার চিঠিটি শেষ করেছেন।

WestBengalBangla

Apr 07 2024, 11:38

মালদ্বীপে আলু, পেঁয়াজ, গম ও ডাল রপ্তানির অনুমোদন ভারতের
এসবি নিউজ ব্যুরো: বিতর্কের মধ্যে, মালদ্বীপ আলু, পেঁয়াজ, গম এবং ডাল চেয়েছিল।ভারত সরকার তা রপ্তানির অনুমোদন দিয়েছে। ভারত-মালদ্বীপ বিরোধের মধ্যে, ভারত মালদ্বীপ সরকারের অনুরোধে  2024-25 আর্থিক বছরে নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় পণ্য রপ্তানি করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার মালদ্বীপে ভারতীয় হাইকমিশন এক এক্সপ্রেসের মাধ্যমে ঘোষণা করেছে যে ওই আইটেমগুলির জন্য কোটা বাড়ানো হয়েছে।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারত একটি অনন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে 2024-25 আর্থিক বছরে নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছে। এই প্রতিটি আইটেমের জন্য কোটা ঊর্ধ্বমুখী সংশোধন করা হয়েছে।" উল্লেখ্য , এই অনুমোদিত পরিমাণ 1981 সালে এই সিস্টেম চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ। মালদ্বীপে সমৃদ্ধ নির্মাণ খাতের জন্য নদীর বালি গুরুত্বপূর্ণ এবং পাথরের সমষ্টির কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ মেট্রিক টন করা হয়েছে। এ ছাড়া ডিম, আলু, পেঁয়াজ, চিনি, চাল, গমের আটা ও ডালের (ডাল) কোটা ৫ শতাংশ বাড়ানো হয়েছে।

তদুপরি, গত বছরও, ভারত থেকে এই আইটেমগুলির রপ্তানির উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি এবং পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে। অফিসিয়াল যোগাযোগে বলা হয়েছে, “মালদ্বীপে ভারতের হাইকমিশন রয়েছে'প্রতিবেশী ফার্স্ট' নীতির সাথে সঙ্গতি রেখে মালদ্বীপে মানব-কেন্দ্রিক উন্নয়নে সহায়তা করার জন্য ভারতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।" এটা লক্ষণীয় যে মুইজ্জু দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক উত্তেজনার সম্মুখীন হয়েছে।কারণ তিনি রাষ্ট্রপতি নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।

গত মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকিন্তু নয়াদিল্লির কাছ থেকে ঋণ ত্রাণ ব্যবস্থার অনুরোধ করেছেন, পাশাপাশি জোর দিয়েছিলেন যে ভারত মালদ্বীপের "ঘনিষ্ঠ মিত্র" রয়ে গেছে। তিনি স্পষ্ট করেছেন যে তিনি এমন কোন পদক্ষেপ বা বিবৃতি দেননি যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করবে। স্থানীয় মিডিয়া আউটলেট 'মিহারু'-এর সাথে একটি সাক্ষাত্কারের সময়, রাষ্ট্রপতি মুইজ্জু আশা প্রকাশ করেছেন যে ভারত মালদ্বীপের জন্য ধারাবাহিক সরকারগুলির দ্বারা ভারতের কাছ থেকে নেওয়া যথেষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে।এটি ঋণ পরিশোধের জন্য ঋণ ত্রাণ ব্যবস্থা সামঞ্জস্য করার বিষয়ে বিবেচনা করবে, যেমনটি আধাধু দ্বারা রিপোর্ট করা হয়েছে।

এটি লক্ষণীয় যে রাষ্ট্রপতি মুইজু একবার INDIA OUT স্লোগান দিয়েছিলেন, কিন্তু যখন ভারতে বিরোধিতা শুরু হয়েছিল এবং মালদ্বীপে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করেছিল, তখন রাষ্ট্রপতির মনোভাবের পরিবর্তন হয়েছিল। রাষ্ট্রপতি মুইজ্জু বলেছিলেন যে “পরিস্থিতিতে আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, ভারতবিপুল ঋণ জড়িত। অতএব, আমরা এই ঋণগুলির পরিশোধের শর্তে নমনীয়তা খুঁজতে আলোচনা করছি। চলমান কোনো প্রজেক্ট বন্ধ না করে, আমাদের লক্ষ্য সেগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। তাই মালদ্বীপ-ভারত সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

এখন মালদ্বীপের সাথে উত্তেজনার মধ্যে, ভারত নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে। যা নিয়ে ভারতকে জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীআপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ. মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, 'আমি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করছি এবং আমি ভারত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি বলেন, 'এটি আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক।এটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্য আরও সম্প্রসারণের দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক।

WestBengalBangla

Apr 07 2024, 11:09

जगद्दल के रवीन्द्रपल्ली में भाजपा प्रत्याशी के समर्थन में लगाये गये फ्लेक्स ब्लेड से काटने का आरोप
एसबी न्यूज ब्यूरो: बैरकपुर से भाजपा उम्मीदवार अर्जुन सिंह के समर्थन में जगद्दल थाना अंतर्गत भाटपाड़ा नगर पालिका के वार्ड संख्या 15 स्थित गोलघर रवीन्द्रपल्ली में कई झंडे लगाये गये थे. आरोप है कि रात के अंधेरे में किसी ने पांच-छह फ्लेक्स को ब्लेड से काट दिये. रविवार सुबह  स्थानीय भाजपा बीजेपी कार्यकर्ता राजू श्रीवास्तव का आरोप है कि नशेड़ियों ने रात के अंधेरे में ऐसा किया. इसकी शिकायत चुनाव आयोग और जगद्दल पुलिस स्टेशन में की गई है. राजू बाबू का दावा है कि पुलिस इलाके के सीसीटीवी फुटेज की जांच कर उचित कार्रवाई करेगी. *फोटो: प्रवीर रॉय.*

WestBengalBangla

Apr 07 2024, 09:35

*রোজা শেষে ইফতার পার্টিতে মিলিত হয়ে মেদিনীপুর লোকসভা এলাকায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া*


এসবি নিউজ ব্যুরো: পবিত্র রমজান মাসে দাওয়াত এ ইফতারের আয়োজন ছিল মেদিনীপুর শহরের মির্জা মহল্লা মেলা ময়দানে। প্রতিবারের মতন এবছরও ইফতারের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর পুরসভার তরফে। এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া।

তৃণমূল প্রার্থী জুন মালিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা, সৌরভ বসু, ফাদার ভিনসেন্ট লোবো, মৌলানা আজহার আলী, স্বামী মিলনানন্দ মহারাজ সহ বিশিষ্ট অতিথিবর্গরা।

এদিন জুন মালিয়া বলেন," প্রতিবারের মতন এবারও আমরা এই সম্প্রীতির উৎসবে নিজেদের শামিল করেছি। কোন ভোটের প্রচার নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখতে প্রতিবারের এবারও এই ইফতারের আয়োজন করা হয়েছে। আমি ঈশ্বরের কাছে দোয়া করব সবাই যেন ভালো থাকেন এবং আপনারা যেভাবে আমাকে এত বছর ধরে সাহায্য করে এসেছেন এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমার পাশে থাকবেন। আমিও এত বছর আপনাদের পাশে থেকেছি এবং পাশে থাকবো। "